ভর সংখ্যা কাকে বলে?

কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা ও  নিউটন সংখ্যার যোগফলকে ঐ মৌলের ভর সংখ্যা বলে। একে নিউক্লিয়ন সংখ্যাও বলে।

ভর সংখ্যাকে A দ্বারা  প্রকাশ করা হয়।

কোনো মৌলের প্রোটন সংখ্যা, p ও নিউটন সংখ্যা, n হলে ঐ মৌলের ভর সংখ্যা =(প্রোটন সংখ্যা + নিউটন সংখ্যা). যেমন অক্সিজেন পরমাণুর 8টি প্রোটন ও 8টি নিউটন বর্তমান। তাহলে অক্সিজেন মৌলের পারমাণবিক ভর=(8+8)=16.

Leave a Comment